স্টাফ রিপোর্টার ॥ বৃহত্তর সিলেট বিভাগীয় সাঁওতাল ছাত্র ও যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ১৭০তম সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন করা হয়েছে। গতকাল মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে জগদীশপুর চা বাগানের লেবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১৭০তম সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম।

বৃহত্তর সিলেট বিভাগীয় সাঁওতাল সমাজের মাঞ্জহি নরেন্দ্র সাঁওতাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল, জগদীশপুর চা বাগান ব্যবস্থাপক মোঃ মনির উদ্দিন, বৃহত্তর সিলেট বিভাগীয় সাঁওতাল পারগানা প্যানেল দুলাল সাঁওতাল, বৃহত্তর সিলেট বিভাগীয় সাঁওতাল পারগানা প্যানেল (লস্করপুর ভ্যালি) সবুজ সাঁওতাল, বৃহত্তর সিলেট বিভাগীয় সাঁওতাল ছাত্র ও যুব কল্যাণ পরিষদের সভাপতি দুলাল সাঁওতাল।

সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে আগত দেড় সহস্রাধিক অতিথিদের নিয়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বৃহত্তর সিলেট বিভাগীয় সাঁওতাল ছাত্র ও যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্কর সাঁওতাল ও সহ-সভাপতি ক্ষুদিরাম সাঁওতাল।