বাজেট সফলভাবে বাস্তবায়িত হলে পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নত হবে ॥ পল্লম হোম দাস

মোহাম্মদ কামরুল হাসান ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত ৬২ কোটি ৪২ লাখ ৩১ হাজার ৫৪৫ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি ২৭ লাখ ৩৮ হাজার ৬২৮ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ১৪ লাখ ৯২ হাজার ৯১৭ টাকা।

সোমবার সকালে পৌরসভা কার্যালয়ে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস। এসময় তিনি বলেন- এই বাজেট পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়নে সহায়ক হবে। আমরা সুষম বণ্টন এবং স্বচ্ছতার সাথে এই বাজেট বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় এই বাজেট সফলভাবে বাস্তবায়িত হবে এবং শায়েস্তাগঞ্জ পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নত হবে।

বাজেটে রাজস্ব প্রস্তাবিত আয় ৫ কোটি ৬০ লক্ষ ২৮ হাজার ৭৯০ টাকা এবং প্রস্তাবিত ব্যয় ৫ কোটি ৪০ লক্ষ ৮৮ হাজার ৬২৮ টাকা ধরা হয়েছে।
বাজেট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অদিতি রায়, ওসি দিলিপ কান্ত নাথ, পৌরসভার সচিব মোঃ নুরুল আমীন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক মুহিন শিপন সহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পৌরসভার কর্মচারী ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।