নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় বহমান বেলেশ্বরী নদীতে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীশ্রী বেলেশ্বরী মহাতীর্থ পূণ্য্যস্নান ও বারুণী আজ। আজ শনিবার সকাল ৭টা ৫২ মিনিট থেকে শুরু হয়ে রাত ৫ টা ২৮ মিনিট পর্যন্ত গঙ্গা স্নানের তিথি শেষ হবে। পূণ্য স্নানের জন্য জেলার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান তথা দূরদূরান্ত থেকে পূণ্যর্থীদের ঢল নামবে ভোর থেকে এবং স্নান উৎসব চলবে বিকেল পর্যন্ত। বিপুল সংখ্যক পূণ্যার্থীর পদচারণায় বেলশ্বরী তীরে মন্দির জুড়ে উপচে পড়া ভীর থাকবে। পার্শ্ববর্তী মাঠগুলোতে বসবে বাহারী পণ্যের মেলা। মেলায় মাটির ও লোহার তৈরী তৈজসপত্রের বিপুল সমাহার থাকে। প্রচুর পরিমাণে বেল পাওয়া যায় বেলেশ্বরীর বারুণীতে।
শ্রী শ্রী বেলেশ্বরী গঙ্গা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব অমল বেলশ্বরীর গঙ্গাস্নান সুষ্ঠু ও সুন্দর ভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করছেন। কমিটির সভাপতি মানিক চন্দ্র দেব বলেন, পূণ্য গঙ্গা স্নান উদযাপনের লক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ বছর বেলশ্বরী নদীতে পর্যাপ্ত পরিমাণে পানিও রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com