স্টাফ রিপোর্টার ॥ সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে অরুন দাশের আয়োজনে বিশেষ সৎসঙ্গ অধিবেশন শুক্রবার রাতে গোবিন্দ জিউড় আখড়ায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, সদ গ্রন্থাদি পাঠ, সংকীর্তন, রশময় শীলের স্মরণে আলোচনা ও প্রসাদ বিতরণ। সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মৃন্ময় কান্তি দাশ বিজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সৎসঙ্গের সহ-সভাপতি নিখিল চন্দ্র সুত্রধর, নিতেশ দাশ, রতিশ দাশ, সজল দেব, নয়ন দাশ, ক্ষিতিশ দাশ, বিজিত দেব, রিংকু দাশ প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com