কমিটির দ্বন্দ্বের জেরে খুলে ফেলা হয় ফ্যান
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলগুদাম মসজিদে গত ৫ বছর ধরে ফ্যান ছাড়াই নামাজ আদায় করছেন মুসল্লিরা। কমিটি নিয়ে দ্বন্দ্ব থাকায় মুসল্লিরা ভোগান্তির মধ্য দিয়ে নামাজ আদায় করছেন বলে জানিয়েছেন।
সূত্রে জানা যায়, ২০১৮ সালে রমজান মাসে তারাবিহ নামাজের সময় কমিটির দুই পক্ষের মাঝে বাকবিতন্ডার জের ধরে মসজিদের সিলিং ফ্যানগুলো খুলে ফেলা হয়। এরপর থেকে আর ফ্যান লাগানো হয়নি। এত বছর ধরে ফ্যান ছাড়া জুম্মা, ৫ ওয়াক্ত নামাজ ও তারাবিহ নামাজ পড়ছেন মুসল্লিরা। তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম দুই পক্ষকে ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু তিনিও ব্যর্থ হন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মুসল্লিরা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com