বাংলা নববর্ষ ও ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
নূরুল ইসলাম মনি, বাহুবল থেকে ॥ বাহুবলে বাংলা নববর্ষ ও ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় বক্তাগণ চুরি, ডাকাতি, জুয়া, মাদক সেবন ও অপপ্রচার রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান। পাশাপাশি উৎসব দু’টিকে কেন্দ্র করে সৌহার্দ্য-সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানানো হয়। বৃহস্পতিবার সকালে এ সংক্রান্ত পৃথক দু’টি সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা ভাইস চেয়ারমান ইয়াকুত মিয়া, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া, মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, অধ্যক্ষ আব্দুর রব শাহীন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাস, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক রাহিন, মোঃ মুদ্দত আলী ও শামীম আহমেদ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শ্রীকুমার কৈরী, পল্লী বিদ্যুতের এজিএম শহীদুল্লাহ, প্রভাষক এনামুল হক, উপজেলা প্রকৌশলী রাকিব হাসান, উপজেলা সমাজ সেবা অফিসার কাউসার মাহমুদ, উপজেলা নির্বাচন অফিসার শাহনাজ আক্তার, বাহুবল মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী প্রমূখ। এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসানকে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com