উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সার্কেল শিক্ষাসেবা ও প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত বহুমাত্রিক জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতা মেধাবী পর্ব-৪ গতকাল শুক্রবার দিনব্যাপী সদর আদর্শ প্রাইমারী স্কুলে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৯টি কলেজ, ২৬টি হাই স্কুল, ৩০টি প্রাইমারি স্কুল ও মাদ্রাসার ৭ শতাধিক শিক্ষাথীরা অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানের পরিচালক সাইফুর রহমান খানের সার্বিক তত্ত্বাবধানে ‘জ্ঞানভিত্তিক সমাজই স্মার্ট বাংলাদেশ’ এই বিষয়কে প্রতিপাদ্য করে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, ইংরেজী এবং তথ্যপ্রযুক্তি এই চারটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালিন সময়ে এনায়েত খান কলেজের অধ্যক্ষ তোফাজ্জুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মুজিবুর রহমান সেফু, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং নানা পেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষনীয়। আজ শনিবার সকাল ১০ টায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিজয়ীকে ৯০ হাজার টাকা সমমানের আর্থিক ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com