স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে এসএসসি পরীক্ষা ও একুশে ফেব্রুয়ারি রাতেও থেমে নেই বাউল গান। ডিজের মাধ্যমে বাউল গান চলে মিরপুর ও চন্দ্রছড়ি গ্রামে। অভিযোগ রয়েছে- খবর পেয়ে পুলিশ অভিযানে গেলে বন্ধ হয়ে গান-বাজনা। পুলিশ ফিরে আসার পর আবারও শুরু হয়। এতে করে চলতি এসএসসি পরীক্ষার্থীদের পড়ালেখা ও ধর্মীয় কাজে ব্যাঘাত ঘটছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জনৈক ব্যক্তিদের তত্ত্বাবধানে রাত ১০টার পর থেকে চন্ডিপুর ও মিরপুরে বাউল গানের আসর বসে। গত ২০ ও ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাউল গানে নারী শিল্পীদের গানের তালে তালে উঠতি বয়সী যুবকরা নাচতে শুরু করেন। এ সময় তারা তাদের সাথে থাকা টাকা বিলিয়ে দেন। অবিলম্বে বাউল গান বন্ধে স্থানীয় এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com