নিজস্ব প্রতিনিধি ॥ শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রহঃ ও এলাকার মুর্দগণের ঈসালে উপলক্ষে ক্বেরাত সম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামে হাকিম ও হানিফ ভিলায় হাকিম ফাউন্ডেশন ইউএসএ এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্বেরাত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান রোকন-হাকিম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিম ফাউন্ডেশন ইউএসএ এর উপদেষ্ঠা ইউকে প্রবাসী নুরুজ্জামান, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির হোসেন, ফাউন্ডেশনের বাংলাদেশের প্রধান পরিচালক জমসেদ আলী, চিফ ডিরেক্টর অব প্রজেক্ট মোঃ রুপুল আমিন। অনুষ্ঠানে বক্তারা বলেন- দীর্ঘদিন ধরেই হাকিম ফাউন্ডেশন ইউএসএ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোকন হাকিম প্রবাসে থেকে নিজ এলাকাসহ জেলা বিভিন্ন স্থানে সামাজিক কর্মকান্ড করে যাচ্ছেন। তিনি বিগত করোনা, বন্যার সময় নগদ অর্থসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এছাড়াও গৃহহীনদের গৃহনির্মাণ, দরিদ্র পরিবারের মেয়ে বিবাহ দেওয়া, দরিদ্র ও শিক্ষা বৃত্তি প্রদানসহ এলাকার ক্রীড়া উন্নয়নেও তিনি কাজ করছেন। তারা রোকন হাকিমের সফলতা কামনা করেন। পুরস্কার বিতরণ শেষে ইসলামী সংগীত পরিবেশন করেন কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, আহমদ আব্দুল্লাহ, আব্দুল ওয়াদুদ মইনুল, মাহমুদ আল কাদির। তেলাওয়াত করেন ক্বারী আব্দুল মালিক বিক্রমপুরী, ক্বারী সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে করগাঁও ইউনিয়ন শাখা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com