মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে প্যাথলজি পরীক্ষায় সেবাগ্রহীতার কাছ থেকে প্রদর্শিত মূল্য তালিকা হতে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে একটি হাসপাতাল ও ডায়াগনস্টিককে ২০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব মাধবপুর থানা রোডে প্রাইম হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে এই অর্থদন্ড করেন। অভিযানকালে হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল হক, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতাক মামুন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত প্রাইম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে গিয়ে দেখতে পান তাদের প্রদর্শিত তালিকার চেয়ে সেবাগ্রহীতার কাছ থেকে প্যাথলজি পরিক্ষায় অতিরিক্ত টাকা নেয়া হয়েছে। এ সময় প্রাইম হাসপাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদন্ড করা হয়। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতাক মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।