সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে প্রাকৃতজন। অন্যান্য বছরের তুলনায় এবছর শীতের প্রকোপ অনেক বেশি। ঠান্ডা বাতাস আর কুয়াশাচ্ছন্ন এই সময়ে কষ্টে রয়েছেন সুবিধাবঞ্চিত মানুষ। বিশেষ করে চা বাগানের বয়স্ক নারী-পুরুষ, শিশু ও ভাসমান মানুষজন শীতে বেশি কষ্ট পায়। শীতের শুরু থেকেই শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে প্রাকৃতজন নামক সামাজিক সংগঠন। এরই ধারাবাহিকতায় ৫ ফেব্রুয়ারি (রবিবার) ভাসমান কিছু মানুষসহ দেউন্দী চা বাগানের বটতলায় বয়স্ক নারী- পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রাকৃতজন সভাপতি তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, প্রতীক থিয়েটারের সভাপতি সুনীল বিশ্বাস, সহসভাপতি আমোদ মাল, সাধারণ সম্পাদক প্রদীপ বোনার্জি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com