সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও নি¤œ আয়ের অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। উপজেলার করাব ইউনিয়নের গুনিপুর নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা, সিংহগ্রাম জান্নাতুল নাঈম মহিলা মাদ্রাসা, রাঢ়িশাল মহাপ্রভু আখড়া, করাব রহমানিয়া মাদ্রাসা ও করার তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং আগাপুর গ্রামের অসহায় সাধারণ নিম্ন আয়ের শীতার্ত লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং করাব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রসূতি মায়েদের শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন করাব ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান- সরকারি ত্রাণ তহবিল থেকে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুসরণ করে ছাত্র-ছাত্রী ও নি¤œ আয়ের অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তিনি নি¤œ আয়ের অসহায় হতদরিদ্র মানুষদের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করতে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com