স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ থেকে ১০ কেজি গাঁজাসহ সুমন দাস (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ডিবির একটি দল ওই এলাকার বিজিবি ক্যাম্পের সামনের রাস্তা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং উল্লেখিত গাঁজা উদ্ধার করা হয়। সে নবীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের হরিপদ দাসের পুত্র। তার বিরুদ্ধে গতকালই মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com