সুমন আহমেদ বিজয় ॥ লাখাই’র সিংহগ্রাম মুক্তিযোদ্ধা আইডিয়াল একাডেমি এন্ড হাই স্কুলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিংহগ্রাম শাহী ঈদ গাহ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় গুনিপুর একাদশকে ৩-২ গোলে হারিয়ে সিংহগ্রাম স্টার একাদশ জয়ী হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তিমরুল আলম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক রিমন চৌধুরী ও সহকারী শিক্ষক ভজন শীল, আমিনুল ইসলাম বুলবুল সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং সিংহগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে বিজয়ী সিংহগ্রাম স্টার একাদশের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com