স্টাফ রিপোর্টার, মাধবপুুুুুুর থেকে ॥ মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক স¤্রাট আলী আকবরকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোররাতে থানার এসআই দ্বীন মোহাম্মদ এর নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার পশ্চিম মাধবপুরে আলী আকবরের বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে। ইতিপূর্বে সে পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের হাতে মাদকসহ বেশ কয়েকবার গ্রেফতার হয়। তার বিরুদ্ধে ২২টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আলী আকবর মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম মাধবপুর গ্রামের মৃত দেলোয়ার আলীর ছেলে।
মাধবপুর থানার ওসি মোঃ রকিবুল ইসলাম খাঁন আলী আকবরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান- এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com