নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে পাকা দেয়াল ভেঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজারস্থ কে আলী প্লাজার নিচতলার আব্দুস শহীদ মেম্বারের দোকারে এ চুরি সংঘটিত হয়।
দোকান মালিক আব্দুস শহীদ জানান, রাতের কোন এক সময়ে চোরেরা পেছনের পাকা দেয়াল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দোকানে থাকা নগদ টাকা ও নতুন কাপড়সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। রবিবার সকালে দোকানে এসে এ অবস্থা দেখে থানা পুলিশসহ জনপ্রতিনিধিদেরকে বিষয়টি তিনি জানিয়েছেন। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ওসি মোবারক হোসেন ভূঞা, ওসি (তদন্ত) উত্তম কুমার দাশসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com