নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেও রোডে টমটম চালকদের বেপরোয়া চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় পড়ে অনেকেই পঙ্গু হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে একটি টমটম পরিবহন দিয়ে কাকাইলছেও ইউনিয়নের নরজাকান্দা গ্রামের নূর মিয়ার মেয়ে তাসলিমা আক্তার (৩২) তার ৯ মাসের শিশু আরহাম ইসলাম জাওয়াদ ও তার মা নরজাকান্দা থেকে বাজারে যাচ্ছিলেন। পথে নরজাকান্দা গ্রাম পার হওয়ার পরপরই টমটম চালক বেপরোয়া টমটমটি চালিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটি উল্টে খাদে পড়ে যায়। এতে তাসলিমা আক্তার ও তার ৯ মাসের শিশুপুত্র আরহাম ইসলাম জাওয়াদ আহত হয়। তাসলিমা আক্তার পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু কর্মরত চিকিৎসক তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে রেফার করেন। সদর হাসপাতালে এনে ভর্তি করার পরও ডাক্তার না থাকায় তাদের হবিগঞ্জ দ্যা ল্যাবএইড হাসপাতালে নিয়ে ভর্তি ও চিকিৎসা করানো হয়। স্থানীয়রা দীর্ঘদিন ধরেই এ সড়ক দিয়ে বেপরোয়া টমটম চলাচলের অভিযোগ করছেন। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন আহতের স্বজনরা ও এলাকাবাসী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com