স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে রঞ্জিত সরকার (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের চরণ সরকারের ছেলে। মঙ্গলবার সকালে থানার এস.আই মিজানুর রহমান তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- মঙ্গলবার সকালে দূর্গাপুর গ্রামের রঞ্জিত সরকারের লাশ তার বাড়ির প্রায় দেড়শ’ গজ দূরে একটি জাম গাছে ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com