আজ সকাল ১০টায় চাঁন মিয়া মসজিদ ও সকাল ১১টায় সুলতান মাহমুদপুর দক্ষিণপাড়া জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের সুলতান মাহমুদপুর নিবাসী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ইয়াকুব আলী গতকাল শনিবার বিকেল ৩টায় শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার সকাল ১০টায় টাউন মডেল জামে মসজিদে (চাঁন মিয়া মসজিদ) মরহুমের প্রথম জানাজার নামাজ এবং সকাল ১১টায় সুলতান মাহমুদপুর দক্ষিণপাড়া জামে মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত হয়ে জানাজার নামাজে শরীক হওয়ার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com