স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের মক্রমপুর ইউনিয়নের হিয়ালায় আওয়ামী লীগের দুই গ্রুপের সমাবেশ ডাকাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ডাকা অবরোধ বিরোধী শান্তি সমাবেশের ডাক দেয় মক্রমপুর ইউনিয়ন আওয়ামী লীগ। ইউনিয়ন আওয়ামী লীগের সমাবেশটি সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সমাবেশ স্থলের ১০০ ফুট দূরত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাজিদ মিয়া তালুকদার, বর্তমান সহ-সভাপতি নুর মিয়া তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল এর নেতৃত্বাধীন গ্রুপ একই দিনে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্যকে সংবর্ধনা দেয়ার আয়োজনের কর্মসূচি নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। ইউনিয়ন আওয়ামী লীগের সমাবেশটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশিক মিয়া ও সাধারণ সম্পাদক মাসুদুল কবিরের নেতৃত্বে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অপর গ্রুপের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশিক মিয়া ও সাধারণ সম্পাদক মাসুদুল কবির জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার শান্তি সমাবেশের আয়োজন করেছি। আমাদের সকল প্রস্তুতি শেষ। ১১ নভেম্বর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা শান্তি সমাবেশের আয়োজন করেছি। সকলের সহযোগিতা নিয়ে আমরা শান্তি সমাবেশ করবো। দু’পক্ষই তাদের অনুষ্ঠান করতে অনঢ় থাকায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com