আজমিরীগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এমপি প্রার্থী মর্ত্তুজা হাসান
নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেও মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে কাকাইলছেও ফুটবল একাদশ বনাম চুনারুঘাট ইব্রাহিম-মুক্তা ফুটবল একাদশ অংশ নেয়। খেলায় ইব্রাহিম-মুক্তা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে আব্দুর রব মেম্বারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মর্ত্তুজা হাসান। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হিফজুর রহমান, জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজিউর রহমান গাজি প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মর্ত্তুজা হাসান বলেন- খেলাধুলায় বঙ্গমাতা বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা জোগাতেন। বঙ্গবন্ধুকে রাজনীতিতে উৎসাহ জোগাতেন। তাকে স্মরণ করে খেলার আয়োজন হয়েছে, তা প্রশংসনীয়। এ ধারা অব্যাহত থাকলে তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে সরে খেলাধুলা ও সংস্কৃতিতে মনোযোগী হবে। তিনি বলেন- ছেলেদের পাশাপাশি মেয়েরাও খেলাধুলায় অনেক এগিয়ে যাচ্ছে। শুধু সরকারের ওপর নয়, এ এলাকায় অনেক বিত্তশালী রয়েছেন। একটি স্টেডিয়াম তৈরি করে দিতে তিনি তাদের প্রতি অনুরোধ জানান। তিনি নতুন প্রজন্মকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা সম্পর্কে জানতে বলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com