চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র সাইফুল আলম রুবেল। এর আগে সচেতনতা র্যালী ও প্রচারাভিয়ান শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে অংশ নেন পৌর নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দীকি, পৌর প্রকৌশলী কাজী আবু ওবায়েদ, পৌর একাউন্টস অফিসার মোঃ লিয়াকত আলী, উপ সহকারি প্রকৌশলী টিটন দাশ, পৌর কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com