মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে মাদক সেবন ও সংরক্ষণ করার অভিযোগে দুইজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের মেরাশানী গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞা। দন্ডপ্রাপ্তদের মধ্যে পরিষ্কার বেগমকে ৬ মাসের কারাদন্ডসহ ৫ হাজার টাকা জরিমানা ও মোঃ আব্দুল মিয়াকে ১৫ দিনের কারাদন্ডসহ ১০০ টাকা জরিমানা করা হয়। রাতেই তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করে ওই ব্যক্তিদেরকে দন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টিম সার্বিকভাবে সহযোগিতা করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com