মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ে গেছে একটি গাড়ি। মঙ্গলবার দিবাগত গভীর রাতে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ ওয়ার্কশপ এলাকায় ঠিকাদার আক্তার মিয়ার গাড়ীটি হঠাৎ আগুনে পুড়তে দেখেন স্থানীয়রা। তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে গাড়ীতে পানি স্প্রে করে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন।
ঠিকাদার আক্তার মিয়া বলেন, শহরের প্রধান সড়কের পাশে দেড়মাস যাবৎ পিকআপ গাড়ীটি রয়েছে। গাড়িতে ব্যাটারী ছিল না। এখানে কেউ আগুন লাগিয়েছে। তিনি এর সুবিচার কামনা করেন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ বলেন, খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com