উত্তম কুমার পাল হিমেল ॥ ‘স্মাট যুব, সমৃদ্ধ দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানে নবীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পহেলা নভেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সভাপতিত্বে ও উপজেলা পজীপ কর্মকর্তা মোঃ সাকিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বুরহান উদ্দিন ভূইয়া। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈলেন কুমার পাল, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, অফিস সহকারী পানু চন্দ প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com