নিতেশ দেব, লাখাই থেকে ॥ জাতীয় যুব দিবস উপলক্ষে লাখাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে বর্ণাঢ্য র্যালী শেষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহানের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মোস্তাফিজুর রহমান, মৎস কর্মকর্তা আবু ইউসুফ, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুল মুত্তালেব, সাংবাদিক মহসিন সাদেক। সভা শেষে ১ লাখ ২০ হাজার টাকার যুব ঋণ ও সফল সংগঠন ও নারী উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট এবং সার্টিফিকেট বিতরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com