আজমিরীগঞ্জে গণসংযোগকালে এমপি প্রার্থী মর্ত্তুজা হাসান

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনা সবসময় মানবতার পাশে থাকেন। সকল দুর্যোগে একমাত্র তিনি ও আওয়ামী লীগই গরীব অসহায় মানুষের পাশে ছিলেন, আছেন ও আগামীতেও থাকবেন। তিনি গতকাল আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন- জনগণ জানে শেখ হাসিনা মানে দেশের উন্নয়ন-অগ্রগতি। বঙ্গবন্ধু কন্যা গত প্রায় ১৪ বছরে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের উন্নয়ন করেছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে, শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী করতে হবে। বিএনপি সবসময় ফাঁকা মাঠ খোঁজার অভ্যাস। বারবার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত বিএনপি। তারা একটি জনধিকৃত দলে পরিণত হয়েছে। বিএনপি মুখে যতো কথাই বলুক, নিজেরাই মনন-মগজে গুম, হত্যা, ষড়যন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো বহন করছে।
তিনি আরও বলেন, বিএনপির নেতারা বলেছিলো, ১০ ডিসেম্বর খালেদা জিয়ার কথায় দেশ চলবে। কোথায় খালেদা জিয়া? সেতো এখনো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় এতিমের টাকা মেরে খাওয়ার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বাসায় থাকতে পারছেন। তিনি আরো বলেন-এবার দাবি উঠেছে আজমিরীগঞ্জ উপজেলা থেকে যেন এমপি পদে আওয়ামীলীগের প্রার্থী দেওয়া হয়। আমি আজমিরীগঞ্জের একক প্রার্থী হিসেবে আশাবাদী জননেত্রী শেখ হাসিনা আমাকে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন দেবেন। আর দলীয় মনোনয়ন পেলে ইনশাআল্লাহ আমি এমপি নির্বাচিত হব। তিনি আরো বলেন-বিগত বন্যা ও করোনাকালীন সময়ে দরিদ্র অসহায় মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। করোনার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে নিজেও করোনায় আক্রান্ত হয়েছি। তারপর জনগণের পাশে থেকেছি এবং আজীবন জনগণের পাশে থাকবো। গণসংযোগকালে তিনি সকলের দোয়া, আশির্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন ও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় সাথে ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নেতাজী মোঃ হিফজুর রহমান, আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজিউর রহমান গাজি, শিবপাশা ইউনিয়ন পরিষদ মেম্বার মোঃ মারুজ মিয়া, ২নং বদলপুর ইউনিয়ন পরিষদ মহিলা মেম্বার দিপালী দাস, কাজল মেম্বার, মোঃ নজরুল ইসলাম সরদার, আয়ুব আলী মেম্বার, কাজল মেম্বার, মোঃ নজরুল ইসলাম সরদার, পলাশ হাসানসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবীর লোকজন।