স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর এলাকায় পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম মিয়া নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার মোঃ সুহেল মিয়ার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়- শনিবার বিকালে চৌমুহনী ইউনিয়নের আরিছপুর গ্রামের সুহেল মিয়ার শিশু ছেলে ইব্রাহিম অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও সে ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে এবং এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে তার দেহ ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে। চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com