অপু আহমেদ রওশন ॥ হবিগঞ্জ শহরের প্রধান প্রবেশ মুখ খোয়াই নদীর উপর অবস্থিত কিবরিয়া ব্রীজের নতুন নির্মাণ কাজ শুরু হলেও ধীরগতিতে চলছে কাজ।
সূত্র জানায় ২০০৪ সালে পুরাতন একটি বেইলি স্থানান্তর করে হবিগঞ্জ শহরের খোয়াই নদীর উপর নির্মিত ব্রীজটি কিবরিয়া ব্রীজ নামে নামকরণ করে এর উদ্বোধন করেন তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। কয়েক বছর পর এই ব্রীজটি ফুটো হতে থাকে। তারপর থেকে বহুবছর যাবত জোড়াতালি দিয়ে চলাচলের ব্যবস্থা করলেও প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে আসছিল। তারপর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হলে বিগত ৬/৭ মাস পূর্বে ব্রীজটি নতুন করে ঢালাই ব্রীজ তৈরীর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। এরপর থেকে হবিগঞ্জ শহরে তীব্র যানজট সৃষ্টি হয়। শহরের এই যানজটের কারণে জন ভোগান্তি সৃষ্টি হলে, হবিগঞ্জ জেলা প্রশাসন ও পৌর মেয়রের যৌথ উদ্যোগে নতুন খোয়াই মুখের ডাঃ উমদা মিয়া ব্রীজটিকে ওয়ানওয়ে করা হয়। এরপরও আশানুরূপ সাফল্যতা দেখা যায়নি। বরং শুধুমাত্র ব্রীজটি যানজট মুক্ত হলেও শহরের ভিতরে আরও বেশী যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া খোয়াই নদীর উত্তর পাড় উমেদনগরে হবিগঞ্জ-নবীগঞ্জ রোডের মাদ্রাসা রোড থেকে হবিগঞ্জ বানিয়াচং রোডের আলমবাজার পর্যন্ত পুরো রাস্তা দখল করে নিয়েছে হাজারেরও বেশী অবৈধ টমটম, মিশুক সিএনজি ও বাস। এসব স্থানে রাস্তা দখল করে এলোপাতাড়ি ভাবে গাড়িগুলো দাঁড় করিয়ে রাখা হয়। এদিকে ব্রীজের কাজও চলছে ধীরগতিতে। এ নিয়ে এলাকাবাসী তীব্র যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছেন। এলাকাবাসী জানান, এই যানজটের কারণে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। এছাড়াও শিশুদের স্কুলে যেতে আতংকে থাকেন অভিভাবকগণ। এলাকাবাসী দ্রুত এমন ভোগান্তি থেকে পরিত্রাণ চান।