আক্তার হোসেন ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে নম্বরবিহীন সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেছে সিএনজি। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা ঘটেনি।
সূত্র জানায়, সিএনজি অটোরিকশা, মিশুক, টমটম মহাসড়কে চলাচলে নিষেধ করা হয়েছে। কিন্তু এরপরও এগুলো মহাসড়কে চলাচল করছে। তাদের টোকেন রয়েছে। এটি দেখালে আইন প্রয়োগকারী সংস্থা এসব আটক না করে চলাচলের ব্যবস্থা করে দেয়। এতে প্রতিনিয়ত ঘটে প্রাণহানিসহ দুর্ঘটনা। এরপরও চলাচল বন্ধ করা যাচ্ছে না।
গতকাল রবিবার বিকালে মহাসড়কের অলিপুরে স্কয়ার কোম্পানীর গেইটের সামনে কোম্পানীর ব্যবহৃত কাভার্ড ভ্যান রেজি নং-ঢাকা মেট্রো-উ-১১-২০৩৩ ও নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় সিএনজি যাত্রী তাছলিমাসহ ৩ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। চালক পালিয়ে গেলেও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে। এ সময় ঘন্টাখানেক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com