বানিয়াচঙ্গের বড়ইউরি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে এমপি প্রার্থী মর্ত্তুজা হাসান
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। তিনি বানিয়াচং উপজেলার বড়ইউরি ইউনিয়নের কালাইনজুড়া, নোয়াগাও, কদুপুর ও হলদারপুর বাজারসহ বিভিন্ন বাজারে গণসংযোগ করেছেন।
এ সময় তাঁর সাথে ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হিফজুর রহমানসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। এ সময় তিনি বলেন- দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতি করে আসছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে গত উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দেওয়ায় আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আজমিরীগঞ্জের উন্নয়নের পাশাপাশি আওয়ামীলীগের দলীয় কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ গ্রহন ও জনগণের সুখ-দুঃখে পাশে থাকছি। আমি আজীবন বানিয়াচং-আজমিরীগঞ্জের জনগণের সুখ দুঃখে পাশে থাকতে চাই। স্বাধীনতার পর আজমিরীগঞ্জ থেকে আওয়ামীলীগের প্রার্থী দেওয়া হয়নি এবার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাচ্ছি আজমিরীগঞ্জ উপজেলা থেকে এমপি পদে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়ার জন্য। আমি আশা করি জননেত্রী শেখ হাসিনা সব কিছু বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দেবেন। আমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জনগণের কল্যাণে আজীবন কাজ করবো।