স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে চুরি হওয়া টমটম দুই ঘন্টার মধ্যে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার রাত ১২ টার দিকে সদর উপজেলার ধুলিয়াখাল থেকে সদর থানার ওসি অজয় চন্দ্র দেব এর দিক নির্দেশনায় এসআই রুবেল দাস ও এএসআই মিয়াদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে টমটমটি উদ্ধার করেন। এ সময় টমটম চুরির সাথে জড়িত থাকার অভিযোগে চুনারুঘাট উপজেলার পাচগাঁও গ্রামের ইয়াকুব আলীর পুত্র মিজানুর রহমান (৩৩) ও তার স্ত্রী জুলি আক্তারকে (২৫) গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর রাতে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের সামনে থেকে টমটমটি চুরি হয়। এ ঘটনায় টমটমের মালিক রশিদ মিয়া হবিগঞ্জ সদর থানায় ২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। শনিবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com