সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, ‘লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। শিক্ষার্থীদের শুধু ভালো লেখাপড়া করলেই হবে না, ভবিষ্যতের সুনাগরিক হওয়ার জন্য মানবিক গুণসম্পন্ন মানুষ হতে হবে। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নাগরিক হতে হবে। স্মার্ট নাগরিক হতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আজকে যারা শিক্ষাবৃত্তি পেয়েছেন তারাই একদিন এদেশের প্রতিনিধিত্ব করবে বলে আমি বিশ্বাস করি।’ গত ২২ সেপ্টেম্বর বিকেলে জিন্দাবাজারস্থ কাজী নজরুল ইসলাম একাডেমি মিলনায়তনে মানবিক টিম সিলেট ও সানাবিল ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানবিক টিম সিলেট’র সভাপতি শেখ আল-মারজানের সভাপতিত্বে ও মশাহিদ আলীর পরিচালনায় বৃত্তি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ছালিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, লোক সংস্কৃতি গবেষক সুমন কুমার দাশ, সিলেট প্রতিদিন ২৪ ডটকম ও এনটিভি ইউরোপ’র সিলেট ব্যুরো প্রধান সাজলু লস্কর, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সদস্য আব্দুল্লাহ আল মাহবুব, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন সহকারী রেজিস্ট্রার ডা. মোহাম্মদ জাকারিয়া। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন পারভেজ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন টিমের প্রধান সমন্বয়ক ও সিলেট মেট্রোপলিটন পুলিশের নায়েক মো. সফি আহমদ পিপিএম।
আলোচনা সভা শেষে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ১০ শিক্ষার্থীকে সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে ও মানবিক টিম সিলেট’র সহযোগিতায় ১ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি