স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে অভিযান চালিয়ে আলুর দাম বেশি রাখা এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আলুর দাম বেশি রাখা এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় শায়েস্তানগর বাজারের কুদ্দুস মিয়ার সবজির দোকানকে ১ হাজার ৫০০, রমিজ আলীর সবজির দোকানকে ৫০০, জামাল মিয়া সবজির দোকানকে ১ হাজার, সজীব এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দইয়ের বাটির গায়ে মেয়াদ মূল্য লেখা না থাকায় একটি সুইটস ও বেকারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগীতা করে হবিগঞ্জ আনসার ব্যাটালিয়ানের একটি টিম।