নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৯ সেপ্টেম্বর শনিবার, শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের হল রুমে হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ-২০২৩ শিক্ষাবর্ষে সিলেট বিভাগে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার নির্বাচিত এবং শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক ৩য় বারের মত সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় ও ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ৪৮ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের সভাপতি মোঃ খোরশেদ আলীর সভাপতিত্বে ও মনিরা পারভিন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক ও শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম, সংবর্ধিত ব্যক্তিত্ব জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। এছাড়া আরো বক্তব্য রাখেন ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুস সহিদ, সদস্য ডা: শামসুর রহমান, মোহাম্মদ নুরুল ইসলাম তালুকদার, মোঃ তাজুল ইসলাম লাল, মাস্টার মোঃ নুরুল হক প্রমুখ। পরে সংবর্ধিত ব্যক্তিত্ব ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথি ক্রেস্ট প্রদান করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com