স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় যৌতুকের জন্য নববধূকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে পাষ- স্বামী। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে।
আহত সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামের চেরাগ আলী মিয়ার কন্যা আমেনা খাতুন দীর্ঘ ৬ বছর ধরে সৌদি আরব ছিলেন। সৌদি আরবে থাকাকালীন সময়ে পরিচয় হয় একই গ্রামের আবু তাহের মিয়ার পুত্র প্রবাসী রোমান মিয়ার সাথে। এরপর উভয়ের সম্মতিতে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। দীর্ঘদিন ধরে সৌদি থেকে রোমান মিয়া ও আমেনা তাদের আয় করা প্রায় ৬ লাখ টাকা রোমানের মায়ের নিকট প্রেরণ করে। সম্প্রতি আমেনা ও রোমান দেশে এলে গত ২৩ আগস্ট কোর্টে এফিডেভিট করে ৫ লাখ টাকা দেনমোহরে উভয়ে বিয়ে করে। বিয়ের পর তারা চুনারুঘাট পৌরশহরে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিল। কিন্তু ইদানিং রোমান মিয়া ইটালি যাবার জন্য আমেনার নিকট মোটা অংকের টাকা দাবি করে। কিন্তু সেই টাকা আমেনা দিতে পারবে না জানালে শুরু হয় অশান্তি। এরপর থেকেই ক্ষিপ্ত হয়ে উঠে রোমান ও তার পরিবারের লোকজন। গত বৃহস্পতিবার রোমান, তার বোন ও ভগ্নিপতি আবারও ইটালি যাবার জন্য ১৪ লাখ টাকার মধ্যে ১০ লাখ টাকা আমেনাকে যোগাড় করে দিতে চাপ দেয়। এতে আমেনা অপারগতা প্রকাশ করলে তাকে মারধোর করে বাসা থেকে বের করে দেয়া হয়। খবর পেয়ে পরিবারের লোকজন আমেনা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com