স্টাফ রিপোর্টার ॥ দলীয় শৃঙ্খলা বিরোধী কাজের সাথে জড়িত থাকার কারণে চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। গত ৯ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে কারণ দর্শানোর নোটিশ দেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। নোটিশে উল্লেখ করা হয়- দলীয় শৃঙ্খলা বিরোধী কাজের সাথে জড়িত থাকার কারণে আপনাকে কেন দল থেকে বহিস্কার করা হবে না এই মর্মে আগামী ২ সপ্তাহের মধ্যে জেলা আওয়ামী লীগ বরাবরে কারণ দর্শানোর জন্য বলা হল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com