মহিলা আওয়ামী লীগের সভায় এমপি আবু জাহির
স্টাফ রিপোর্টার ॥ সরকারের উন্নয়ন কর্মকা- জনগণের সামনে তুলে ধরতে মহিলা আওয়ামী লীগ নেত্রীদের প্রতি নির্দেশনা দিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল বিকেলে সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।
এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা হবিগঞ্জের যে উন্নয়ন-অগ্রগতি করেছি তা জনগণের প্রত্যাশার চেয়েও অনেক বেশি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব উন্নয়নের কথা জনগণের সামনে তুলে ধরতে হবে। এক্ষেত্রে মহিলা আওমী লীগ নেত্রীদের সহযোগিতা করবে আওয়ামী লীগ।
সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা বেগম এবং সাধারণ সম্পাদক আলেয়া আক্তার। বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সভাপতি আব্দুল আউয়াল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com