আঞ্জুমান মুফিদুল ইসলাম হবিগঞ্জ জেলা শাখা এক বেওয়ারিশ পুরুষ এর লাশ দাফন করেছে। গতকাল শনিবার বিকেল ৫টায় জানাজা নামাজ শেষে মরদেহ শহরের রাজনগর পৌর কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে অংশ নেন সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, সামাদ মিয়া, জামাল মিয়া, স্বপন মিয়া ও পুলিশ সদস্য। জানাজার নামাজে ইমামতি করেন ক্বারী সুরুজ মিয়া।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দিবাগত রাতে চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের ইয়াকুত মিয়ার বাড়িতে থাকা ধান কাটার শ্রমিক মারা যায়। তার নাম পরিচয় এবং আত্মীয় স্বজনের পরিচয় না পাওয়ায় মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামকে হস্তান্তর করে পুলিশ। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com