স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শানখলা আলীম মাদরাসায় আয়া ও নিরাপত্তা প্রহরী পদের নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত ৩১ আগস্ট জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন উল্লেখিত দুইটি পদের ১১ জন প্রার্থী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট শানখলা আলীম মাদরাসায় আয়া ও নিরাপত্তা প্রহরী পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাদরাসার সভাপতি ও অধ্যক্ষ তাদের পছন্দের প্রার্থীকে নিয়োগ করার জন্য মোটা অংকের অর্থ গ্রহণ করেছেন। যা ১১ জন প্রার্থী পরীক্ষার পূর্বে জানতেন না। সভাপতি ও অধ্যক্ষ তাদের নিজস্ব লোক দ্বারা ৫ সদস্য বিশিষ্ট নিয়োগ বোর্ড গঠন করে পরীক্ষায় নিরাপত্তা প্রহরী পদে বাছির আহমেদ ও আয়া পদে ডলি আক্তার মারজানাকে পাশ করিয়ে নিয়োগ প্রদান করেন। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন প্রার্থীরা। আবেদনের অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার ও জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।