স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় সড়ক দুর্ঘটনায় শংকর দাস (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শংকর দাস পইল গ্রামের স্বাধীন দাসের পুত্র। গতকাল ওই সময়ে তিনি সড়ক পারাপারকালে একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com