স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বালিখাল নদীতে নৌকা বাইছকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত কয়েকজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়- শনিবার বিকেলে বালিখাল নদীতে নৌকা বাইছ অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় পইলের নৌকা জয়ী হয়। এ সময় পরাজিতরা ক্ষিপ্ত হয়ে জয়ী দলের লোকজনের উপর চড়াও হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com