স্টাফ রিপোর্টার ॥ শব্দকথা প্রকাশন আয়োজিত ‘শব্দকথা সাহিত্য উৎসব-২০২৩’ এর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় শহরের রামকৃষ্ণ মিশন রোডস্থ শব্দকথা কার্যালয়ে শব্দকথা’র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদের সভাপতিত্বে ও শব্দকথা লেখক পাঠক ফোরামের সাধারণ সম্পাদক হাবিব খোকনের সঞ্চালনায় রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর জাহান আরা খাতুন। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবি আনোয়ার হোসেন, শিশু সংগঠক বাদল রায়, মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাসরীন হক, ব্যাংকার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি বাদল কৃষ্ণ বনিক, কবি আব্দুল হক, উদীচী হবিগঞ্জের সভাপতি বন্ধু মঙ্গল রায়, কবি অপু চৌধুরী, শব্দকথা’র সহ-সম্পাদক আখতার উজ্জামান সুমন, কবি সিদ্দিকী হারুন, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ, গীতিকার কুদ্দুস আলী মনোহর, চলচ্চিত্র নির্মাতা মোক্তাদির ইবনে সালাম, সংগঠক হেলাল উদ্দিন আহমেদ, কবি রিবন রূপা দাশ, কথাসাহিত্যিক লুৎফুর নীরা, চলচ্চিত্র নির্মাতা সৈয়দ রুজেন, সংগঠক আফরোজা সিদ্দিকা, নারী উদ্যোক্তা এ্যানি মণি দাশ। কবিতা আবৃত্তি করেন সামিহা বিনতে ইসমাইল, অনুসূর্য দাশ, সৈয়দা রিমা আক্তার, আকলিমা আক্তার, সৈয়দা বেলী, তাসনীমুল জান্নাত।
প্রসঙ্গত- আগামী ২৮ অক্টোবর সাতছড়ি জাতীয় উদ্যানে উক্ত সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে।