বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেলের অসুস্থতাকালীন সময়ে যারা সরাসরি, ফোনে অথবা সামাজিক মাধ্যমে যোগাযোগ রেখেছেন, দোয়া-আশীর্বাদ-শুভকামনা জানিয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাপা জেলা শাখার সভাপতি, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ। সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, গত ১৫ আগস্ট সন্ধ্যায় তোফাজ্জল সোহেল হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকাকালীন হবিগঞ্জ চাঁদের হাসি হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর চিকিৎসক এবং চিকিৎসা সংশ্লিষ্ট লোকজন তোফাজ্জল সোহেলের সুস্থতায় যথাসাধ্য কাজ করেছেন। সেইসাথে হবিগঞ্জ, সিলেট ও ঢাকার বাপা এবং ওয়াটারকিপার্স বাংলাদেশসহ দেশ এবং দেশের বাইরে অবস্থানরত গুণীজন, চিকিৎসক, পরিবেশ ও সামাজিক সংগঠক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও শুভানূধ্যায়ীগণ সর্বক্ষণ খবরাখবর নিয়েছেন, দোয়া প্রার্থনা করেছেন। তাঁদের সকলকে অশেষ কৃতজ্ঞতা জানাই। সকলের প্রতি আবারও দোয়া এবং প্রার্থনার অনুরোধ জানাই তোফাজ্জল সোহেল যেন শীঘ্রই সুস্থ হয়ে ওঠে।
উল্লেখ্য, তোফাজ্জল সোহেলের হৃদযন্ত্রে ৪টি ব্লক ধরা পড়ে। ২১ আগস্ট রাতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট’র কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফজিলা-তুন-নেসা মালিকের নেতৃত্বে ৩টি স্টেন্টিং (রিং) স্থাপন করা হয়েছে। চিকিৎসকরা তোফাজ্জল সোহেলকে আগামী ১ মাস পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com