হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র ইন্ক এর শিক্ষা সফর উপলক্ষে এক সভা গত ২১ আগস্ট জ্যাকসন হাইটস্ নিউইয়র্কের নবান্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আবু সাঈদ চৌধুরী কুটির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আহমেদ ফয়সলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহ মোঃ সাদেক, ইব্রাহিম খলিল বারো ভুইয়া রিজু, মোঃ আলমগীর মিয়া, শফি উদ্দিন তালুকদার, জায়েদুল মোহিত খান, মিয়া মোঃ আসকির, মোঃ আব্দুল ওয়াহেদ, ফজলুর রহমান চৌধুরী, গফ্ফার চৌধুরী, শেখ ফজলুল হক, শেখ মোস্তাফা কামাল, দেওয়ান মোতাচ্ছির মঞ্জু, আবুল কালাম আজাদ টিপু, শিশির বণিক, আশিকুজ্জামান খান লিটন, সোহাগ আফসার প্রমূখ। সভায় আগামী ৩ সেপ্টেম্বর রোজ রবিবার world famous Yale University and Brown University পরিদর্শনের লক্ষ্যে শিক্ষা সফরের আয়োজন করা হয়। উক্ত শিক্ষা সফরে যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃন্দাবন সরকারি কলেজের সকল প্রাক্তন ছাত্রছাত্রীকে সপরিবারে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছে। শিক্ষা সফর সফল করতে দেওয়ান মোতাচ্ছির মঞ্জুকে আহ্বায়ক ও আবুল কালাম আজাদ টিপুকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ফজলুর রহমান চৌধুরী সমন্বয়কারী, শেখ মোস্তফা কামাল যুগ্ম সমন্বয়কারী, মোঃ গফফার আহমেদ চৌধুরী, সুকান্ত দাস হরে ও সোহাগ আফছার সম্মানিত সদস্য। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com