বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে আইন অমান্য করে পাহাড় কেটে বসতঘর তৈরীর চেষ্টার অপরাধে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটর জব্দ করা হয়।
গতকাল সোমবার বিকালে উপজেলার পুটিজুরী ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এ পুটিজুরী ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের নিয়াজ আলীর পুত্র আবুল খায়েরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ঐ কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর জব্দ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com