বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেছেন, যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করে এ রকম কোন কর্মকান্ড বরদাশত করা হবে না। বাহুবল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এসব কাজে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। তিনি সোমবার (২১ আগস্ট) রাত ৯ টায় বাহুবল মডেল প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ, সাবেক সাধারণ সম্পাদক এম. শামসুদ্দিন, সহ-সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, সিনিয়র সাংবাদিক নূরুল আমিন, এম সাজিদুর রহমান, পঙ্কজ কান্তি গোপ টিটু, এম এ মজিদ তালুকদার, ইসমাইল মাহমুদ ফিরোজ, সোহেল আহমেদ, মইনুল ইসলাম, সামিউল ইসলাম, শামিনুর রহমান, অ্যাডভোকেট মিজানুর রহমান, প্রভাষক আলাউদ্দিন, আরিফ হাসান আফজল, ও প্রদীপ বিশ্বাস প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com