নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন- ২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক ভয়াল বিভীষিকা ও কলঙ্কময় অধ্যায়। ২০০৪ সালের এই দিনে বিএনপি-জামাত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে বর্বর গ্রেনেড হামলা চালানো হয়। এ হামলার মূল লক্ষ্য ছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করা এবং আওয়ামী লীগ ও বাংলাদেশকে নেতৃত্বশূন্য করে হত্যা, ষড়যন্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনকে চিরস্থায়ী করা। সোমবার দুপুরে উপজেলার দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সদর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক ফজলুল করিম, নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুহিত মিয়াসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com