স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। গতকাল জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান। ফলে গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউন আগামীকাল ২১ এপ্রিল শেষ না হয়ে চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। এ সময় জনসাধারণের চলাচলের ওপর পূর্বের জারি করা বিধি-নিষেধ বহাল থাকবে। তবে আগামী ২৫ এপ্রিল রোববার থেকে সীমিত পরিসরে দোকান-পাট ও শপিংমল খোলা যাবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ৮ দিনের কঠোর লকডাউন শুরু হয়। ২১শে এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকার কথা ছিল। কিন্তু রোববার ৩১তম সভায় সংক্রমণরোধে আরও এক সপ্তাহের জন্য ‘কঠোর লকডাউন’- আরোপের সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
এরপর গতকাল সোমবার লকডাউনের মেয়াদ বাড়ানোর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় ভার্চ্যুয়াল সভার আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক অংশ নেন। সভায় লকডাউনের মেয়াদ বাড়ানোর বিষয়ে মত আসে। সভার সুপারিশসমূহ সারাংশ আকারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। গতকাল দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়ানোর সুপারিশ করেছে। সাইন্টিফিক্যালি তো ১৪ বা ১৫ দিন লকডাউন না হলে সংক্রমণের চেইনটা পুরোপুরি ভাঙা সম্ভব হয় না। সেই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে আগামী ২২ থেকে ২৮শে এপ্রিল পর্যন্ত আগের শর্ত মেনে লকডাউন কন্টিনিউ করবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com