রাজ্জাক সভাপতি, মুফাশের সম্পাদক
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে উৎসবমূখর পরিবেশে বাজার সবজি (কাচাঁবাজার) ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোঃ আব্দুর রাজ্জাক আনারস প্রতীক ১৭৪ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামির আলী পাঠান (ছাতা) ৮৬ ভোট পেয়েছেন। মোঃ শানু মিয়া (গরুর গাড়ী) ১৫০ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ সরল খাঁ (চাকা) পেয়েছেন ১১৯ ভোট। মোঃ মুফাশের আলী পাঠান (ফুটবল) ১৭৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আব্দুল জলিল (হরিণ) পেয়েছেন ৯৯ ভোট। এছাড়া মোঃ জিলু মিয়া (মাছ) ১৩৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক, মোঃ জুয়েল মিয়া (মোরগ) ১৮৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ, মোঃ লুৎফুর রহমান (বাইসাইকেল) ১৭২ভোট পেয়ে সদস্য, মোঃ জান্নাত হোসেন (দেয়ালঘড়ি) প্রীকে ১৫৫ ভোট পেয়ে সদস্য ও মোঃ মাসুক মিয়া (মাইক্রোবাস) ১৫৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মাধবপুর ফুলকলি পৌর কিন্ডার গার্টেন এ ভোট গ্রহন চলে। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা তাপস কান্তি বড়ুয়া।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com